Freelancing কাকে বলে?
একজন স্বাধীন উদ্যোক্তা যিনি কোনো একটি মাত্র কোম্পানিতে কাজ না করে নিজের সেবা একই সময় বিভিন্ন কোম্পনিতে প্রদান করতে পারেন তাকে Freelancer বলা হয়। তিনি কোনো কোম্পানির স্থায়ী কর্মচারী নন এবং পূর্বনির্ধারিত সময়সীমা ও পারিশ্রমিকের চুক্তির ভিত্তিতে যে কারোর জন্য কাজ করার জন্য উন্মুক্ত। আত্ম-উপার্জনের এই উপায়কে Freelancing বলে।
কোন একটি কোম্পানির কর্মচারী হিসেবে কাজ না করে, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি-ভিত্তিক ভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়।
No comments